, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের ও সহকারী মনির এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সহয়তায় ছিলেন শ্রীপুরের এসিল্যান্ড ভাঙ্গায় শালিসের সময়ে হামলা, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা! দৈনিক “স্বাধীন ভাষা” পত্রিকায় নতুন সম্পাদনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করলেন ভাঙ্গায় একটি বহুতল ভবনের ৫ পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঈশ্বরদীতে হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে বর্ষীয়ান বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তারের দাফন সম্পন্ন তানোরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ  তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা  তানোরে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও নগদ অর্থ বিতরণ আগামী দিনে দেশ ও দেশের জনগণ যেমন সরকার প্রত্যাশা করেন

ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল

  • প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৪৮ পড়া হয়েছে

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার  আজিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রেল রাস্তার পাশে  কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন দিয়ে মোড়ানো একটি পুরুষ মানুষের একখণ্ড পা দেখার  গেল।পা টি দেখতে পেয়ে স্থানীয়রা ভাঙ্গা থানার পুলিশ কে সংবাদ দিলে পুলিশ দ্রুত  ঘটনাস্থল যায়।

স্থানের সূত্রে জানা যায়, এক খন্ড  পা কবরস্থান ভিতরে মাটির ভিতরে গর্তের মধ্যে ছিল।কুকুরের পা টি মাটি  উপরে টানিয়া উপরে উঠিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে এবিষয় জানা যায়, মোঃ লিটন মিয়া – দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার সূর্যনগর বাজারে মোঃ রজ্জব মিয়ার বেকারিতে তিনি কাজ করে। এবং লিটন মিয়ার ডায়াবেটিস রোগী থাকা প্রথমে এর পায়ের আঙ্গুলে ইনফেকশন হয়।, দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পা নিয়ে অসুস্থ ছিলেন।এর পা টি আর ভালো হয়নি। গত ১৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর বাজারে রয়েল হাসপাতাল নামক প্রাইভেট ক্লিনিকে এর পা অপারেশন করেছেন এবং তার এক এক খন্ড পাটি কেটে  ফেলায় হয়েছে।এর পা কবরস্থানে কাউকে না জানিয়ে গোপনের  মাটিতে নিচে পুঁতিয়ে রাখেন।কুকুরের পা টি গর্ত থেকে তুলে ফেলে।

মহেশপুর উপজেলা নবীনগর গ্রামে
মৃত আব্দুল বারেক মিয়া,ছেলে লিটন মিয়া( ৫৫) নামক তিনি ডায়াবেটিক হওয়া কারনে তার পা পচ্চন ধরলে এর পর পা টি কেটে ফেলা হয়েছে।

রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের ও সহকারী মনির এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সহয়তায় ছিলেন শ্রীপুরের এসিল্যান্ড

ভাঙ্গায় কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন মোড়ানো এক খন্ড পা দেখার গেল

প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার  আজিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রেল রাস্তার পাশে  কবরস্থানের মধ্যে ব্যান্ডেজ করা পলিথিন দিয়ে মোড়ানো একটি পুরুষ মানুষের একখণ্ড পা দেখার  গেল।পা টি দেখতে পেয়ে স্থানীয়রা ভাঙ্গা থানার পুলিশ কে সংবাদ দিলে পুলিশ দ্রুত  ঘটনাস্থল যায়।

স্থানের সূত্রে জানা যায়, এক খন্ড  পা কবরস্থান ভিতরে মাটির ভিতরে গর্তের মধ্যে ছিল।কুকুরের পা টি মাটি  উপরে টানিয়া উপরে উঠিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে এবিষয় জানা যায়, মোঃ লিটন মিয়া – দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার সূর্যনগর বাজারে মোঃ রজ্জব মিয়ার বেকারিতে তিনি কাজ করে। এবং লিটন মিয়ার ডায়াবেটিস রোগী থাকা প্রথমে এর পায়ের আঙ্গুলে ইনফেকশন হয়।, দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পা নিয়ে অসুস্থ ছিলেন।এর পা টি আর ভালো হয়নি। গত ১৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর থানার পাচ্চর বাজারে রয়েল হাসপাতাল নামক প্রাইভেট ক্লিনিকে এর পা অপারেশন করেছেন এবং তার এক এক খন্ড পাটি কেটে  ফেলায় হয়েছে।এর পা কবরস্থানে কাউকে না জানিয়ে গোপনের  মাটিতে নিচে পুঁতিয়ে রাখেন।কুকুরের পা টি গর্ত থেকে তুলে ফেলে।

মহেশপুর উপজেলা নবীনগর গ্রামে
মৃত আব্দুল বারেক মিয়া,ছেলে লিটন মিয়া( ৫৫) নামক তিনি ডায়াবেটিক হওয়া কারনে তার পা পচ্চন ধরলে এর পর পা টি কেটে ফেলা হয়েছে।