
নওগাঁ মহাদেবপুর ঃ এস এ উজ্জ্বল,
মহাদেবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ /২৫ উদযাপিত হয়েছে ।মানসম্মত শিক্ষা নিশ্চিত করি , বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ মে শনিবার মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ সাফিয়া আখতার অপু এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইউ আর সি ইন্সটাক্টর মোঃ শফিউল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাণী ইসরাইল , বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাজনিন নাহার লাইলা প্রমূখ।
আলোচনা সভাশেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানান বিষয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#