, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব তানোরে বিআরডিবি মাঠকর্মীর টাকা চুরি! নতুন দিগন্তে ‘দৈনিক স্বাধীন ভাষা’: নেতৃত্বে অভিজ্ঞতার পরশ সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার তানোরে হঠাৎ শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন : সভাপতি-এম আই ফারুক, সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার। ভাঙ্গায়  ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার  তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রের  মৃত্যু  শ্রমিকের ন্যায্য অধিকার ও গণতন্ত্র ফিরে না পাওয়া পর্যন্ত সংগ্রাম চলবে- শ্রমিক দিবসে শহীদুল ইসলাম বাবুল আওয়ামী লীগ এদেশের ব্যাংক গুলো লুট করে খেয়েছে মোংলায় কৃষিবিদ শামীম। নওগাঁয় গণধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীন কারাদন্ড। 

সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ২১ পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি—শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২রা মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাহারা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করেন আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয়

বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে: প্রেস সচিব

সিরাজগঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি—শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২রা মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাহারা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করেন আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।