কবিতা লেখকঃ প্রভাষক আরজু আহামেদ
অঙ্গীকার
চলোনা একটু বসা যাক,ঐ বড় গাছটার নিচে ।
দেখ;কী চমৎকার হাওয়া, -
চারিদিকে এক নির্জনতার আবেশ।
সূর্যটা ডুবছে,কী তার বর্ণিল আয়োজন।
আহা! কী সৌভাগ্য আমার ।
শেষ বিকেলের কনে দেখা আলোয়,---
এক মূর্তিমান দেবী আমার সমুখে ।
যার শান্ত স্থির দৃষ্টি, অদ্ভুত লাবণ্য!
আর কি মায়াবী মিষ্টি হাসি ,-
এখনো চুম্বকের মতো কাছে টানে যেন ।
ওগো, হয়েছে কী তোমার?
একেবারে মৌন রইলে যে,--'''''------
আমরা কি তবে দুই গ্রহের বাসিন্দা?
এমন মধুময় মুহূর্তটি,ম্লান করে দিয়োনা তুমি!
তোমার হাসিতে যে জোছনা ঝরে,-----
একটু হাসনা, না হলে পরে আফসোস হতে পারে।
তুমি তো জান, তোমার চিঠির প্রতীক্ষায়,---
কতটা উন্মুখ, কতটা উদ্বিগ্ন থাকতাম আমি!
মনে পড়ে, লিখেছিলে একদিন,----
আঙ্গুল কেটে গেছে, প্রচণ্ড ব্যথা, -
তাই লিখতে পারিনি প্রিয়তম! মান করোনা তুমি ।
তখন আমার বুকের ভেতরকার,----
জমাটবাঁধা কষ্টগুলো, -
খুশির প্রস্রবণ হয়ে নির্গত হয়েছিল জেনো।
ভাবছো কী তুমি? 'আকাশের মতো,----
শূন্য পকেটওয়ালা এক বেকার যুবক,-'
তোমার স্বপ্ন পূরণের সামর্থ্য কতটুকুই বা তার ।
প্রাণাধিক প্রিয়, "দমকা হাওয়া আছড়ে পড়ে ;--
যেমন করে গোলাপের ডাল ভাঙে,
তুমি ও কি তেমনি করে পাঁজর ভাঙবে আমার?
আর আমি দূর পাহাড়ের শিখর থেকে,
সঙ্গীন পাখির মতো করুণ স্বরে ,-----
তোমায় শুধু ডাকতে থাকব,ডাকতে থাকব!
এসব কথা মনে ও আনতে পারিনে।-"
আজ আমার চারপাশে শুধু বাঁধার দেয়াল,
আটকে পড়েছি যেন এক দীর্ঘ সিরিয়ালে।---
অতঃপর এখনো তোমার অস্তিত্ব অনুভব করলে,
এক অসীম পুলকে ভরে যাই মন।
'ধূসর পৃথিবীটা হয় যে রঙিন ।'
তুমিই বলো, মরু সাহারার সিমুম হাওয়ার, -
তীব্র উত্তাপকে কে আর চাইবে প্রিয়ে,-
ওগো, মিনতি আমার!
"কথা দিতে না পার,-হাতটা বাড়িয়ে দাও ।
অন্তত এই অঙ্গীকার করো,এর বেশি নয়।"
উপদেষ্টাঃ কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। সহ- সম্পাদকঃ মোঃ সুজন
,সম্পাদক ও প্রকাশকঃ নাঈম,বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃরবিন টাওয়ার পুরানা পল্টন ঢাকা-১০০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:০১৮১৯৪৫৯৫১২