স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১১৬৭ টাকা ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩ স্বর্ণের দাম কমার ১২ দিন পর দেশের বাজারে বাড়লো ধাতুটির দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে প্রতি ভরি এক লাখ ৯ হাজার ২৯২ টাকা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে গত ছয় ডিসেম্বর দাম এক লাখ আট হাজার ১২৫ টাকা করেছিল দেশে স্বর্ণের নিয়ন্ত্রক সংস্থাটি। বাজুস জানায়, মঙ্গলবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চার হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি করা হবে। হীরা কেনার সময় সতর্ক থাকুন: বাজুসহীরা কেনার সময় সতর্ক থাকুন: বাজু ছয় বছরে মানুষের গড় আয় বেড়ে দ্বিগুণছয় বছরে মানুষের গড় আয় বেড়ে দ্বিগুণ তবে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভরি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকা। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: