সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধিঃ
কুরিলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় নবরাএী হলে ১২ ই মে সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা থেকে সম্মাননা স্মারক অর্জন করেন এম এম শাহরিয়ার রহমান। তিনি বর্তমান বাগেরহাট জেলা পিবিআই এডমিন অফিসার জনাব এম এম মিজানুর রহমান ও নারী উদ্যোক্তা শেফ সেলিনা আক্তার শিলার কনিষ্ট পুএ। তিনি ২০২৩ সালে হাফেজ পাস করেন।
পবিএ কুরআনয়ের হাফেজদের উৎসাহ দেওয়া ও তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করাই ছিলো এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শাখা সমূহে ১২৩৫ জন হাফেজ শিক্ষার্থীকে তিনটি সেশন এর মাধ্যমে ক্রেস্ট,সনদ,পাগড়ি ও স্ক্যার্প দেওয়া হয়। সেই সঙ্গে তাদের বাবা মা দের কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এক পর্যায়ে পুরো হাফেজদের কুরআন তেলায়তে মুখরিত হয়ে উঠে এ বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে কোমলমতি হাজার হাজার হাফেজ সহ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে ইসলামী চিন্তাবিদ ও কুরআন গবেষক।
এ সম্পর্কে শাহরিয়ার এর পরিবার জানান, আমাদের সন্তার এতবড় অনুষ্টানে অংশগ্রহন ও সম্মাননা পাওয়ায় আমরা গর্বিত।