ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী পূর্বপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই গ্রামেে প্রবাসী জহুরুল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা,মোবাইল সেট এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী কনা বেগম জানান,রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল ভিতরে প্রবেশ করে । এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের মধ্যে আলমারিতে থাকা নগদ লক্ষাধিক টাকা,৬ ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাকাতদল প্রবাসীর স্কুল পড়ুয়া ছেলেকে ব্যাপক প্রহার করে এবং দীর্ঘক্ষণ তান্ডব চালিয়ে মালামালগুলো নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের আর্তচিৎকার শুনে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল নির্বিঘ্নে সরে পড়ে। এ ঘটনায় প্রবাসী জহুরুল হক রোববার সকালে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।