কালিয়াকৈরে কার এক্সিডেন্টে নিহত তিন ও আহত এক

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

 

মোছাঃ ববিতা আক্তার
স্টাফ রিপোর্টার

অদ্য ইং ১০/১১/২০২৪ তারিখ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন,

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনে সূত্রাপুর শিলাবৃষ্টি পেট্রোল পাম্প সংলগ্ন মোনায়েমের কাটা নামক স্থানে
এক্সিডেন্ট টি হয়

প্রাইভেট কার টি ঢাকা থেকে টাঙ্গাইল এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এমন অবস্থায়,

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনে সূত্রাপুর শিলাবৃষ্টি পেট্রোল পাম্প সংলগ্ন মোনায়েমের কাটা নামক
স্থানে
একটি বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একইগামী প্রাইভেট কার টিকে,
পিছন থেকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেট কার টি দুমড়ে মুচড়ে গিয়ে প্রাইভেট কারে থাকা যাত্রী
নাসির উদ্দিন (২৩ ) পিতা মোঃ সবুর মিয়া, গ্রাম আন্দি ,থানা সখিপুর,জেলা টাঙ্গাইল ঘটনাস্থলেই মারা যায়।

এবং অপরযাত্রী দুই জন এবং প্রাইভেট কারের চালককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে যাত্রী মুসলিম উদ্দিন (৩০) পিতা মোহাম্মদ সৈয়দ,গ্রাম চাকন্দ বীরের বাড়ি ,থানা মধুপুর ,জেলা টাঙ্গাইল ,
মোসলেম উদ্দিনকে কালিয়াকৈর শ্রীফলতলী হাসপাতালে নেয়া হয়।

এবং যাত্রী জুয়েল ( ৩২ )
পিতা মোঃ সৈয়দ ,গ্রাম আন্দিজ পূর্ব পাড়গাড়া ,থানা সখীপুর জেলা টাঙ্গাইল ,, আর জুয়েলকে নেয়া হয় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালে কর্ম ব্যারত চিকিৎসক মৃত ঘোষণা করেন
এবং আহত আজিজুল হক (২০) পিতা মোঃ আবুল হোসাইন ,গ্রাম তারাকুতি , থানা সখিপুর ,জেলা টাঙ্গাইল
আহত আজিজুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়
এখন চিকিৎসাধীন

নওজোর হাইওয়ে থানার ওসি
রইছ উদ্দিন জানান
দুর্ঘটনা কবলিত বাস এবং প্রাইভেটকার নাওজোর হাইওয়ে থানার হেফাজতে আছে যান চলাচল স্বাভাবিক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন