কোদালপুরে মরু মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিহ্মোভ ও প্রতিবাদ।

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

 

(শরীয়তপুর প্রতিনিধি)

শরীয়তপুর জেলার গোঁসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি মোঃ মরু মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিহ্মোভ সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোদালপুর ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা।

বিহ্মোভ সমাবেশে মরু মোল্লা বলেন, কে বা কারা কোথায় মারামারি ভাঙচুর লুটপাট করেছে আমি কিছুই জানিনা,আমাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এই ষড়যন্ত্রের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিহ্মোভ সমাবেশে যোগ দিয়ে ইউনিয়ন যুবদলের একাধিক নেতাকর্মী বলেন, মরু মোল্লা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, দিনদিন তার জনপ্রিয়তা বেডে যাওয়ায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
(২০ নভেম্বর) বুধবার বিকালে কোদালপুর বাজার স্কুল মাঠে বিহ্মোভ মিছিল ও সমাবেশ করা হয়। এসময় বিহ্মোভ সমাবেশে যুবদল নেতা রাব্বি মোল্লা বলেন, আমরা অপরাধ না করেও অপরাধী হয়েছি, কোথায় লুটপাট ভাঙচুর হয়েছে কিছুই জানিনা, আমি সহ বিএনপির যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। যুবদল নেতা মাকসুদউল্লা হাওলাদার বলেন, কোথায় লুটপাট হয়েছে কারা চাঁদা চেয়েছে আমরা কিছুই জানিনা, ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।