গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছ ঘটনায়কে কেন্দ্র করে এক নারী পিটেয়ে জখম ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ গোপালগঞ্জ প্রতিনিধিঃ জুয়েল হাসান গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরের চালায় ঢিল মারা’কে কেন্দ্র করে লিলা বেগম(২৬) নামের এক নারী’কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ২০ নভেম্বর(বুধবার) উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বোন মোছাঃ সিমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় ৫ জনের বিরুদ্ধে একটি লিখত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি কাশিয়ানী থানার তদন্তকারি কর্মকর্তা এ এস আই মোঃ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, ওই গ্রামের মোঃ পলাশ মৃধার ছেলে মোঃ তাজ মৃধা(১৯) রাত আনুমানিক ৯টার সময় আধলা ইট প্রতিবেশী মোঃ রয়েত আলী ফকিরের রান্না ঘরের এ্যাডভেস্টার টিনের চালায় নিক্ষেপ করে চাল ভেঙ্গে ফেলে। উক্ত ঘটনায় রয়েত আলীর মেয়ে সিমা বেগম ও লীলা বেগম রাগারাগি করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করলে রাত আনুমানিক ১১ টার সময় রয়েত আলী ফকির ও তার দুই কন্যাকে লাঠি দিয়ে মারপিট করে। মারপিটের ফলে রয়েত আলী ফকি ও তার দুই মেয়ে গুরুতর আহত হয়। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। রয়েত আলী ফকিরের ছোট মেয়ে লিলা বেগম অধিক জখম হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খান জানান, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: