জয়পুরহাটের সাংবাদিক আখতার ফকিরের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪ মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পশ্চিম শাখারঞ্জ ফকির পাড়ার মরহুম ডাঃ জাহেরুল হকের পুত্র দৈনিক সকালের আনন্দ পত্রিকার সাংবাদিক হাজী আখতার ফকির ১৩ নভেম্বর বুধবার ঢাকায় ইন্তেকাল করেছেন- ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় নিজ গ্রামে জানাজা শেষে তার পিতার প্রতিষ্ঠিত গুলবাগে হাফেজিয়া মাদরাসা মাঠে পিতার কবরের পাশেই তাকে কবরস্থ করা হয়েছে। তার বোন কালাই উপজেলা বিএনপির নেত্রী আরজেলা বেগম বলেন আমার ভাই দীর্ঘদিন থেকে ঢাকায় সাংবাদিকতা করতেন, তাঁর স্ত্রী, ১কন্যা, পুত্র সহ ঢাকায় কর্মজীবন কাটাতেন ও শারিরীক ভাবে বিভিন্ন সমস্যা ছিল কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাবে তা মেনে নিতে পারছিনা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন জান্নাত দান করেন। তার ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: