তানোরে জমিদার বংশধর হয়েও নায্য অধিকার বঞ্চিত হচ্ছেন” #(ল্যাডলী মোহন মৈত্র)! ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ তানোর থেকে; জাকির হোসেন (টুটুল)! রাজশাহীর তানোর এর আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় ও ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, জমিদার আনন্দ মোহন ও ললিত মোহনের বংশধর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নৃত্য শিক্ষক (ল্যাডলী মোহন মৈত্র) প্রায় দেড় যুগ ধরে তাঁর নাগরিকত্ব নিয়ে মানসিক ভাবে হয়রানির শিকার হচ্ছেন। তিনি জমি-জমার অংশসহ, যথাযথ মর্যাদা পাচ্ছেন না। জুলাই পরবর্তী সময়ে তার সমাধান জরুরি, রাষ্ট্রের প্রশাসন হোক জনবান্ধব। উল্লেখ্য’ তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয়ের কলেজের ইতিহাস থেকে ও টাংগানো ছবিতে তার বংশীয় পরিচয় সুইস্পষ্ট হয়। Post Views: 1 SHARES সারা বাংলা বিষয়: