তানোরে জাতীয় যুব দিবস উদযাপন 

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।তানোর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে(১ নভেম্বর)শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়।এবং আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:ইউনুস আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মিনহাজুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তার(প্রকৌশলী)সবুজ রানা।তানোর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন।প্রধান অতিথি মিনহাজুল ইসলাম বলেন,তথ্য প্রযুক্তির উন্নত ব্যাবহারের মাধ্যমে বেকার যুবকদের নতুন কর্ম সংস্থানের ব্যবস্থা করা সম্ভব।যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষন নিয়ে দক্ষ যুব সমাজ গড়ে তুলার অহবানজানান। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী বলেন,আমরা ৪০টি ট্রডে ট্রেনিং করিয়ে থাকি।এভাবেই যুব অধিদপ্তর অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থান করছে।এসময় যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যহত রেখেছে।