তানোরে মৎস্য প্রকল্প পরিদর্শন ও এলএসপি মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে জীবিকা ও পুষ্টি উন্নয়নে টেকসই মৎস্য চাষ প্রকল্পের আওতায়,প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষে সমস্যাসমুহ চিহ্নিতকরণ,সম্ভাব্য সমাধান ও মানসম্মত সেবা প্রাপ্তির লক্ষে”প্রান্তিক মৎস্যচাষি এবং স্থানীয় সেবা প্রদানকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গল বার(১২ ই নভেম্বর,২০২৪ ইং) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা”ফুড ফর দ্যা হাংরি”(এফ এইচ এসোসিয়েশন)এর আয়োজনে তানোর উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের অধ্যাপক ড.মোহাঃইয়ামিন হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন।এফ এইচের অ্যানিমেটর মোঃআবদুল কাফির সঞ্চালনায় এবং কমিউনিটি টিম লিডার সাহিনুর আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রকল্পের টেকনি ক্যাল অফিসার-ফিশারীজ আবুল কাশেম।এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বৃহৎ মৎস্যচাষী গোষ্ঠী, মৎস্য জীবী দল,আড়তদার গোষ্ঠী,মাছের খুচরো বিক্রেতা,মৎস্য খাদ্য ডিলার ও ঔষুধ বিক্রেতা,মাছের পোনা সরবরাহ কারী,এনজিও প্রতিনিধি,নারী উদ্দোক্তা ও সংস্থার সুফল ভোগি সদস্যবৃন্দ।প্রধান অতিথির বক্তাব্যে ড.মোহাঃ ইয়ামিন হোসেন মৎস্য ক্ষেত্রে কিভাবে ব্যয় কমিয়ে লাভজনক করা যায় তার বিভিন্ন উপায় তুলে ধরেন।তিনি বলেন এর জন্য মৎস্যক্ষেত্রের সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বিশেষ অতিথি তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন বলেন,মাছের উচ্চ মূল্য পেতে হলে মাছ চাষে উত্তম অনুশীলন,উত্তম পরিচর্যা এবং মৎস্য আড়তের মান উন্নয়ন প্রয়োজন।তিনি আরো বলেন,মাছের যথাযথ মূল্য পাওয়ার জন্য মৎস্য ব্যবসায়ী দের মাঝে ভালো নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং মাছের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে।সভায় উপস্থিত বিভিন্ন স্তরের প্রতিনিধিগন মৎস্য সেক্টেরর ভ্যালু চেইন উন্নয়ন ও মান সম্মত সেবা প্রদানে পরস্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এছাড়াও স্বল্প মূল্যে কিভাবে মান সম্মত মৎস্য খাদ্য উৎপাদন করা যায়,মাছ বিক্রিতে ঢলন প্রথার বিলুপ্তি করণ এবং মাছ চাষে কিভাবে ব্যয় কমানো যায় তার উপর আলোচনা করা হয়।মতবিনিময় সভা শেষে প্রোগ্রাম এরিয়া ম্যানেজার মাসুদ রানার নেতৃত্বে কামার গাঁ ইউনিয়নে নারীদের অংশগ্রহণে মাছ চাষ কর্মসূচী পরিদর্শন ও মত বিনিময় করেন এফ এইচ এর কান্ট্রি ডিরেক্টর;সমরেশ নায়েক,সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জ্ঞানোত্তর চাকমা এবং এফ এইচ এর স্থানীয় প্রতিনিধিবৃন্দ।মুলতঃমাছ চাষে নারীর অংশগ্রহণের মাধ্যমে জীবিকা ও পুষ্টির উন্নয়ন এবং পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে তানোর ও গোদাগাড়ী উপজেলায় ২০২২ সাল হতে এফ এইচ ৮০০ পরিবারকে মৎস্যচাষে সহযোগিতা করে আসছে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: