তানোরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতি পাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ৫৩তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জাতীয় পতাকাউত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার(২নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমবায়ী কৃষ্ণার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মিনহাজুল ইসলাম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার(ভুমি)মাসতুরা আমিনা।আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বারনাস হাসদা,সমবায় কর্মকর্তা আতিয়ার রহমান,সমবায় কর্মকর্তা শ্যামল ও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আলমগীর হোসেন সহ স্থানীয় সমবায়ীবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলতে হবে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: