তানোর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচনে প্রতিক বরাদ্দ’ ভোট ১৬- নভেম্বর!

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

 

তানোর থেকে; জাকির-হোসেন টুটুল!

তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন উপলক্ষে, সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১৬- নভেম্বর তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন অনুষ্টিত হবে। ওই নির্বাচন উপলক্ষে আজ ৬-নভেম্বর (বুধবার) বেলা ১২-০০ মিনিটে বনিক সমিতির কার্যালয়ে নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে অংশগ্রহণ কারি, প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল)।

এর গত (শনিবার) ২- রা নভেম্বর তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বণিক সমিতির কার্যালয়ে,
আগামী ১৬-নভেম্বর তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন উপলক্ষে, সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে অংশগ্রহণ কারি প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল)।

এসময় তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির সাবেক সভাপতি, সারোয়ার জাহান সভাপতি- পদে ছাতা ও জাহাঙ্গীর আলম মাছ প্রতিক বরাদ্দ পেয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক, টিপু সুলতান, সাধারণ সম্পাদক পদে (আম) প্রতিক পেয়েছেন। আর সাজ্জাদ হোসেন পেয়েছেন (ফুটবল) ও তৌহিদুল ইসলাম চশমা প্রতিক বরাদ্দ পেয়েছেন।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে শ্রী রান্টু হালদার পেয়েছেন চাকা, তুহিন পারভেজ মোরগ ও আব্দুর রহমান তালাচাবি প্রতিক পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) বণিক সদস্য সহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্খীদের নিকট দোয়া-আশীর্বাদ কামনা করেন।

তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় ছয় শত বনিক সদস্যদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে, এই প্রতিবেদক জানান।