দুই সহদর কৃষকের বসতবাড়ি আগুন, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি Md Md Badsha প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় দুই সহদর কৃষকের বসতবাড়ি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বাড়ি আগুনে পুড়ে ভসিভূত হয়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। এতে নিঃস প্রায় পরিবার। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ৯ টার দিকে উপজেলার শংকরপাশা মিরেরগ্রাম এলাকায় মন্ডল বাড়ীর আপন দুই ভাই বাচ্চু মন্ডল ও বারেক মন্ডলের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ অর্থ, স্বর্ণলংকার ও মজুদকৃত তিন শত মন পাট সম্পুর্ন ভাবে ভসিভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, মিরের গ্রামে রাজ্জাক মন্ডলের দুই ছেলে বাড়িতে সকাল ৯ টার দিকে হঠাৎ ধোয়া দেখতে পাই। তখন সবাইকে ডাকাডাকি করে গ্রামে মানুষজন মিলে আমরা আগুন নিভাই। ততক্ষনে ঘর দুটো সম্পুর্ন পুরে ছাই হয়ে যায়। আগুন লাগার পরপর নগরকান্দা ফায়ার সার্ভিস কে জানানো হলেও প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে আগুন সম্পুর্ন নিয়ত্রন করে। এদিকে ক্ষতিগ্রস্থ বারেক মন্ডল জানান, আমরা কৃষক পরিবার। প্রতিদিনের মতো কৃষি কাজ করতে আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যাই। কাজ করার মাঝে হঠাৎ গ্রামে আগুন লাগার সরগোল শুনতে পেয়ে আমরা দুই ভাই দৌরে আসি। এসে দেখি ততক্ষণে আমাদের নিজেদের ঘরে আগুন লেগেছে। আমার এবং আমার ভাইয়ের নগদ ৬ লক্ষ টাকা, স্বর্ণলংকার চার ভরি, প্রায় তিন শত মন ঘরে রাখা পাট পুরে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। এটাই ছিল সারা বছরের পুজি। এই সব কিছু হাড়িয়ে আজ আমরা নিঃস প্রায়। এদিকে নগরকান্দা ফায়ার সার্ভিসের সেষ্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে আসি। আগুন লাগার স্থানটি আমাদের স্টেশন থেকে বেশ দুরে থাকায় আমাদের আসতে যতটুকুন সময় লাগে। তিনি আরও জানান, ঘরটিতে পাট গুদামজাত করায় আগুন লাগার পরপর তা খুব দ্রুত চতুদিকে ছড়িয়ে পরে, এতে দুইটি ঘর সম্পুর্ন ভাবে পুরে ছাই হয়ে যায়। আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লাগতে পারে। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: