বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে আরো ৬০ দিন।

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

ঈশ্বরদী প্রতিনিধি মেহেদী হাসান 

বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং জনমতে স্বস্তি ফেরানোর দায়বদ্ধতা কাঁধে নিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে আন্তবত্তি কালীন সরকার,গত শুক্রবার ১৫ নভেম্বর তারিখে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মানসুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে,বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে,তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন।এই জারি কৃত প্রজ্ঞাপনের তারিখ থেকে৬০দিনের জন্য ক্ষমতা বহাল থাকবে।প্রজ্ঞাপন থেকে জানা যায়,ফৌজ দারি কার্য বিধি ১৮৯৮এর ৬৪,৬৫,৮৩,৮৪, ৮৬,৯৫(২),১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজি স্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়,এর কয়েকদিন পর ৩০সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মানসুর হোসেন সংবাদমাধ্যমকে বলেন,১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংশোধন এনে সেনাবাহিনী’র জায়গায় ‘সশস্ত্র বাহিনী’ শব্দটি যোগ করা হয়েছে। তবে এর জন্য নতুন প্রজ্ঞাপন জারি করা হয়নি, পুরোনো প্রজ্ঞাপনের একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত হয়েছে।দ্বিতীয় ধাপে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র  বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ায় জনমনে প্রশান্তির মৃদু হাওয়া বইছে।কারণ,৫ ই আগষ্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অনেকটায় লাঘব হয়েছে বিগত ৬০ দিনে।বাংলাদেশের ইতিহাসে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনা বাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা থাকায় পরবর্তী ৬০ দিনে সাধারণ মানুষের ভরসা এবং প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী।