বাসা বাড়ির নোংরাই রাস্তা অপরিষ্কার।

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

 

রেজওয়ান, স্টাফ রিপোর্টার

যশোর ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ায় চলাচলের পথে বাসা বাড়ি থেকে ময়লা আবর্জনা ফেলে। রাস্তা নোংরা করছে কিছু লোক। তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা বাসা বাড়ির নোংরা রাস্তায় এবং রাস্তার পাশে জমিতে ফেলে। নিরিবিলি পড়ার যুব সমাজ এই ময়লা পরিষ্কার করে এবং তাদের বারবার নিষেধ করছে। নিরিবিলি করার যুব সমাজ যখন সেই ময়লা পরিষ্কারের কার্যক্রম চালায় তখন আরো একজন বিবেকহীন মহিলা একই জায়গায় ময়লা ফেলে। তাদের কাছে জিজ্ঞেস করার পরেও বলে যে আমরা ময়লা ফেলি নাই। আজকে গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও স্বরূপ ফুটেজ দেওয়া হয়েছে। যশোর সদর পরিবেশ অধিদপ্তর কে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিবেকহিন ভাবে বাসা বাড়ির ময়লা নোংরা গুলো ফেলে যায় এবং পাশে থাকা মানুষদের বাসা বাড়িতে দুর্গন্ধে টিকতে পারেনা।