বেলকুচিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃতি স্মরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারী এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান সৃতি স্মরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৯শে নভেম্বর শুক্রবার বিকেলে বেলকুচি পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন, সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম রেজা, বিশিষ্ট ব্যবশায়ী ফরিদুল ইসলাম ফরিদ,
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বৈদ্যনাথ রায়, পৌর বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সদস্য রিজন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম তুহিন, যুবদলনেতা মোহাম্মদ আলী ভূইয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয়, উক্ত খেলায় উল্লাপাড়া নাজমুল স্পোর্টিং ক্লাব বনাম বেলকুচি সাতলাটি যুব স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে, খেলাটি ৪-১ গোলে সমাপ্তি হয়, পরে রানার্সআপ ও উইনার্সআপ টিম প্রধানের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।