ভাঙ্গায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও রাস্তা সহ হুমকির মুখেঃ ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা আলগী ইউনিয়নের নয়াকান্দা কাজি পাড়ার গ্রামের ফিডার রাস্তা পাশে অবৈধ্যভাবে ড্রেজার বসিয়ে বালু ব্যাবসা করে আসছে আলগি ইউনিয়নের গ্রামে কালা নামের তিনি রাস্তা পাশে থাকা একটি গর্ত থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এলাকাবাসী জানায়, বেশ কয়েক দিন ধরে রাস্তা পাশ থেকে অবৈধ ভাবে রাতে ও দিনে ড্রেজার মেশিন বসিয়ে যেভাবে বালু উত্তোলন করা হয়।এতে করে আমাদের বসত বাড়ি ঘর ও রাস্তা এক অংশ ভেঙে সহ পাড় যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। রাতভর রাস্তা পাশে থাকা ছোট্ট একটি গর্ত থেকে যেভাবে বালু উত্তোলন করে আসছে। এবং রাতে আমরা ঘুমাতে পারছি না এভাবে যদি ড্রেজার মেশিন চালানো হয়। তাহলে আমাদের বাড়ির পাড় ও যেকোনো সময় রাস্তা হুমকির মুখে ও ভেঙে যেতে আশঙ্কা রয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান। এ বিষয় আমার জানা ছিল না বিষয়টি জেনেছি দ্রুত এ বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: