ভাঙ্গায় বিষ খাওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় বিষ খাওয়ার ৩ দিন পর রবিবার(১৭ ই নভেম্বর) দুপুর সাড়ে এগারোটার দিকে রানা (২১) নামক এক যুবক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের বাসিন্দা রানা নিজ বসত ঘরের সামনের পুকুর পাড়ে পরিকীয়া দেখে ফেলায় পারিবারিক অশান্তির জেরে আগাছা নাশক এরোশন পান করে। পরে সে তার মায়ের ঘরে গিয়ে বমি করতে থাকে এবং বলে আমি বিষ খেয়েছি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: