ভাঙ্গায় সিআর ওয়ারেন্ট সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক মামলা ৬ জন আসামী আটক ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ২১ নভেম্বর বুধবার দিনে রাতে পুলিশে একটি টিম অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও গ্রেফতারি অভিযান ও মাদক উদ্ধার মামলা সহ দীর্ঘ দিন পলাতক থাকার পর সিআর ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত মামলা ৬ জন আসামী কে আটক করেছে ভাংগা থানার পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। জিআর ওয়ারেন্ট ও মাদক মামলা সহ ৬ জন আটককৃতরা হলেন,আলগী ইউনিয়ন পিরেরচর গ্রামের মজিবর মোল্লা, ছেলে সেলিম মোল্লা,।পিরেরচর গ্রামের মৃত-হাবিব মুন্সী, ছেলে হারুন মুন্সী-।পিরেরচর গ্রামে মৃত- ইউনুস মোল্লা,ছেলে বেলজিয়াম মাতুব্বর,।চান্দ্রা ইউনিয়ন চান্দ্রা বাজার গ্রামে মৃত- সুধীর মালো ছেলে ত্রিনাথ মালো(৪৫),। ও হাসি বেগম,স্বামী- ছেলাম মৃধা,সাং দীগলকান্দা,মালিগ্রাম,এবং মোঃ রাকিব মিয়া (২৫),পিতা- বাচ্চু মিয়া, সাং- পূর্ব আলগী,থেকে আটক করে এদের কে পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানায়, রাতভর পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলা সহ বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ অপরাধীদের আটক করা হয়েছে।এবং আটককৃতদের বৃহস্পতিবার সকালে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: