ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বসার জন্য ৫০ টি চেয়ার প্রদান Md Md Badsha প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত রোগীদের বসার জন্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকগণ ৫০ টি চেয়ার প্রদান করেছেন। রবিবার ভাঙ্গায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার জুবায়ের নাদিম উক্ত উপহারগুলো গ্রহণ করেন । সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে ডাঃ জুবায়ের নাদিম যোগদান করেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভাঙ্গার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকগন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ,বৃদ্ধ ও নারীসহ কয়েক শত রোগী চিকিৎসা নিতে প্রতিদিন আসে। কিন্তু দুঃখের বিষয় ভাঙ্গা হাসপাতালে বহিরাগত রোগীদের বসার জন্য কোন চেয়ার নেই। রোগীদের কষ্ট হয়। এর পর ভাঙ্গার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকগন সরকারি হাসপাতালে বহিরাগত রোগীদের চেয়ার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।এসব চেয়ার প্রদান করেন বিশ্বাস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস ,মাহমুদা জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ ফেরদৌস মুন্সী, কেয়ার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ লাভলু শিকদার, মাহমুদা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমান, সেবা ডায়াগনস্টিকের পরিচালক মোঃ তুরান, সিটি ডায়াগনস্টিকের পরিচালক মোঃ সুমন, কেয়ার পরিচালক মোঃ সিদ্দিক মিয়া।এ দের পক্ষ থেকে ৫০টি প্লাস্টিক চেয়ার রোগীদের বসার জন্য দেওয়া হয়। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: