মহাদেবপুরে বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

 

এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ

নওগাঁ মহাদেবপুরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। অন্যদের মধ্যে সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেসক্লাসের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, কিউএম সাইদ টিটো, বরুন মজুমদার, আককাছ আলী, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, রাইগা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান শাকিল, প্রফেসর মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী প্রমুখ।
সভায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়, পাশাপাশি ডাকবাংলো মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শারীরিক কসরত ও কুচকাওয়াজ না হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, এর আগে আইন শৃঙ্খলা মিটিংয়ে উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাদকাসক্তরা সরকারি বৃক্ষ নিধন অব্যাহত রাখায় বিস্তারিত আলোচনা হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।