মির্জাপুরের বাঁশতৈল ও আজগানা ইউনিয়নে অবৈধ ২০টি কয়লার চুল্লি ধ্বংস ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ মোঃ বাদল হোসেন মির্জাপুর প্রতিনিধিঃ আজ রবিবার (১৭ নভেম্বর) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কয়লার চুল্লি নির্মান করে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার দায়ে মোঃ৷ মজিবর রহমানকে ৩৫ হাজার টাকা, মোঃ রাসেল হোসেনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল এলাকায় ৭টি , আজগানা মহিষবাথান ৪টি ,আজগানা খালের পাড় ২টি ,আজগানা বালিটেকি ৩টি, আজগানা গ্রামে ৪টি সহ সর্বমোট ২০টা কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানা গেছে। মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। Post Views: 1 SHARES সারা বাংলা বিষয়: