রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজার কমিটির নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৪ চীফ রিপোর্টার- রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাজার কমিটির অফিস কক্ষে নবনির্বাচিত কমিটির হস্তে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান (কমিশনার) ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন দায়িত্ব অর্পণ করেন। সভায় নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে বরন করে নেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসেন সর্দারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র উপদেষ্টা আহাম্মদ আলী বিএসসি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা ভাইস্ চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না। এসময় সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আজাহার আলী, ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী শেখ, সাবেক মেম্বার সুরুজ মিয়া, ওয়ার্ড বিএনপি’র সিরাজ উদ্দিন সিরা, আঃরশীদ, ইসলাম ফকির, বাছির উদ্দিন প্রমুখ। নবনির্বাচিত সদস্যদের মধ্যে, সভাপতি মশিউর রহমান লিটন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সাগর, বাজার ব্যবসায়ীসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: