রাজেন্দ্রপুর রেলগেইট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল 

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

চীফ রিপোর্টার-

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলগেইট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ই নভেম্বর) বাদ যোহর রাজেন্দ্রপুর বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিষ্টিভাষী বক্তা মুফতী শামসুদ্দীন সাঈদ মুহতামিম, দারুল উলুম মাদরাসা ও এতিমখানা, পেপসি গেইট। দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়েখ আজিজুল ইসলাম জালালী। এছাড়াও, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি রফিকুল ইসলাম হাবিবী, ইমাম ও খতিব, রাজেন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মুফতি হাবিবুর রহমান মাহমুদী মুহতামিম, জানাকুর হাজী বখর আলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা। হাফেজ  মাও. আবদুল্লাহ আল আনসারী, মুফতি উসমান গণি, মুফতি মনির বিন-নুর উদ্দিন গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা পেশ করেন।

ওয়াজ ও দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুফতী শামসুদ্দীন সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মাইদুর রহমান খান সজিব।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হুদা শাহীন, নজরুল ইসলাম, মাসুম সরকার, আব্দুল্লাহ আল জুবায়ের মন্টি, হারুন শেখ, বেলাল হোসেন, বাচ্চু মিয়া।

উক্ত ওয়াজ মাহফিল পরিচালনায় ছিলেন, মামুন হোসেন। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতায় সর্বস্তরের মুসলিম জন সাধারণ ছিলেন।

এছাড়া এন্তেজামিয়াতে আরো যারা ছিলেন, রুবেল খান, আব্দুল আউয়াল, রিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, স্বাধীন, সুলাইমান, ইমন, জসীম, আলী হোসেন, রায়হান সহ এলাকার অন্যান্য যুব সমাজের নেতৃবৃন্দ।

ওয়াজ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।