শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্য আটক । ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ আমিনুল হক, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী নেতৃত্বে একদল চৌকাস টিম গতকাল রাত ১২টায় পৌর শহরের সিরাজ প্লাজার আবাসিক হোটেলের অবস্থান করে চক্রের সদস্যরা পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করাকালীন সময় উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড মোঃ আশরাফুল মিয়া ও তার সহযোগী মোঃ আশরাফুল মিয়া,মোঃ শামীম,মোঃ শাহআলম মোঃ আবু সাঈদ,মোঃ জুলমত আলী,মোঃ জিয়াউর রহমান কে আটক করে পুলিশ। গত পহেলা নভেম্বর সন্ধ্যা ৭টার সময় ধৃত আসামিদের ২ থেকে ৩জন যাত্রীবেসে অটোবাইক গাড়ীটি রির্জাভ করে,শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে ডেমরা হতে বাঘাবাড়ী চড়াচিথুলিয়া জামে মসজিদ এর নিকট পৌঁছে নির্জন স্থানে গাড়ি দাঁড় করে গাড়ি চালককে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করে পান করালে বোরাক গাড়ী চালক অজ্ঞান হয়ে পড়ে,আসামিরা চালককে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে জঙ্গলে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ তার ব্যবহৃত অটোবাইক (বোরাক) গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় জনগন রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপারের নিশেক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ আছলাম আলী নেতৃত্বে টিম শাহজাদপুর ঘটনার পর হতে অটোবাইক ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করতে গোপনে ইন্টিলিজেন্স সংগ্রহ ও অভিযান অব্যাহত রাখে। প্রেস বিফ্রিংয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন,দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোবাইক চুরি করে তার যন্ত্রাংশ আলাদা করে কৌশলে বিক্রি করে আসছিল এ চক্রটি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ জনকে আটক করি ও লুন্ঠিত ২টি অটোবাইক উদ্ধার করা হয়েছে। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: