শাহজাদপুরে লবনে চেতনানাশক মিশিয়ে পাঁচ বাড়িতে চুরি, আটক ৪ ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ আমিনুল হক, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গাড়াদহ পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা,ঐ মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সহ ৪ জনকে আটক কররে । শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। তিনি আরো বলেন ,আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: