শ্রীপুরে মরহুম কাজী খানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

 

আনোয়ার হোসেন, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট কাজী খান বেপারীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সোমবার বিকাল সাড়ে চারটার দিকে শ্রীপুর পৌর বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্বে সাইফুল ইসলাম মোল্লা, সঞ্চালনায় ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উনামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীর দাদা এস এম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, সহ-সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন প্রধান, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, জেলা মহিলা দলের সম্পাদিকা গুল নাহার সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।