সোনাইমুড়ীতে “১৬” বছর পর বিএনপির সমাবেশ: ব্যারিষ্টার খোকন ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ ইয়াছিন শরীফ অনিক, নোয়াখালী প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেস্বর) সকালে সোনাইমুড়ী কলেজ মাঠে এ আয়োজন করা হয়। উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। পরে বিশাল র্যালি সোনাইমুড়ী বাজার প্রদক্ষিণ শেষে বাইপাস গোল চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে পতিত সরকারের প্রেতাত্বা রয়ে গেছে। তাদের কারনে সংস্কার কমিটির গতি কমে গেছে, মনে হচ্ছে একটি ষড়যন্ত্র লুকায়িত আছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করে দ্রুত গতিতে দেশ সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে হাটতে হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহার হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহাবুব। সমাবেশ ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট সেলিম শাহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট খলিলুর রহমান, সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, সোনাইমুড়ী সরকারি কলেজের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজীব সহ সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: