Md Md Badsha প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা <হেড অফিস থেকে বাদশা> ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংবাদিক এম হাসান মুসা, প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর অরণ্য, সাধারন সম্পাদক টিটু মিজান প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভার আগে নবাগত জেলা প্রশাসক শৈলকুপা উপজেলার প্রত্নসম্পদ তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের পৈতৃক ভিটাবাড়ি পরিদর্শন করেন। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: