Md Md Badsha প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ শৈলকুপায় ময়লার ভাগাড় দুর্গন্ধ ছড়াচ্ছে অতিষ্ঠ এলাকাবাসী এম বাদশা মিয়া স্টাফ রিপোর্টার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ দিকের দেয়াল ঘেঁষে একটি ময়লা ফেলার জায়গা বা পাকা ডাস্টবিন নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। প্রথম প্রথম প্রায় নিয়মিত ময়লা অপসারণ করা হলেও সে কাজে ভাটা পড়ে অল্পদিনেই। তারপর থেকে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের ধারের এ ডাস্টবিনটি প্রায় পরিত্যক্ত হয়, একসময় তিনদিকের দেয়াল ভেঙে নষ্ট হয়ে যায়। সেই থেকে সেটি এখন রীতিমত খোলা জায়গা হলেও এলাকাবাসি তাদের নিত্য প্রয়োজনেই সেখানে ময়লা-আবর্জনা ফেলা অব্যাহত রেখেছেন। নিয়মিত তা অপসারণ নাকরায় দিনদিন ময়লাগুলো রাস্তায় জমছে, আর দুর্গন্ধ আর নানাধরনের রোগজীবানু ছড়াচ্ছে, ভারি হচ্ছে বাতাস, দুষিত হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। এলাকাবাসি ও পার্শ্ববর্তী ব্যবসায়িরা জানান, দীর্ঘদিন ওইসব ময়লা আবর্জনা সম্পূর্ণ পরিস্কার না করে কর্তৃপক্ষ কয়েকমাস পর একটি ময়লা বহনের ভ্যান পাঠিয়ে ওপরের অংশের কাগজ বা পলিথিন জাতীয় ময়লা নিয়ে গেলেও ময়লা অপসারন হয়না। ফলে এলাকার শতশত মানুষ, পথচারি, ব্যবসায়িসহ হাজারো যাত্রী যারা এ পথে চলাচল করেন, বাধ্য হয়ে নাকে-মুখে কাপড় গুজে চলাচল করতে বাধ্য হন। বশির উদ্দিন নামের স্থানীয় এক মটরমেকানিক জানালেন, বিষয়টি পৌর কর্তৃপক্ষকে বহুবার বলাহলেও তারা কান দেন না। ফলে মানুষের দুর্ভোগের অবসান হয়না কোনক্রমে। বশিরউদ্দিনের মতে, ময়লা আবর্জনা থেকে খাবার খুঁজতে আসা কুকুর ও অন্যান্য প্রাণি অনেকসময় তাদের জন্য হুমকিও হয়ে দাঁড়ায়। ওদের তাড়া করতে গেলে নিজেদের জীবনই বিপন্ন হবার উপক্রম হয়, জানালেন ওই মেকানিক। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএফপিও) ডা. রাশেদ আল মামুনের সাথে আলাপ করলে তিনি জানালেন, ডাস্টবিনটি নষ্ট হয়ে গেলেও মানুষ তাদের প্রয়োজনেই ময়লা আবর্জনা ফেলা অব্যাহত রাখায় এবং তা নিয়মিত অপসারণ না হওয়ায় পরিবেশ এতই নোংরা হয়ে গেছে যে, দুর্গন্ধে হাসাপাতালের রোগি, অভিভাবক, সেবাদানকারি কর্মকর্তা-কর্মচারি ও সবাই দুর্বিসহ জীবনকাটাচ্ছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে বহুবার জানানো হলেও আজ পর্যন্ত ময়লা অপসারন হয়নি। ওই স্থান থেকে রোগজীবানু উৎপন্ম হয়ে তা হাসপাতাল ও আশেপাশের এলাকায় সংক্রমিত হচ্ছে বলেও মনে করেন ইউএইচএফপিও ডা. রাশেদ আল মামুন। এব্যাপারে শৈলকুপা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সাথে কথা বললে তিনি জানালেন, এ বিষয়ে তারা অচিরেই ব্যবস্থা নিতে যাচ্ছেন। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: