Md Md

Badsha

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

ডিএমপির নতুন কমিশনার হলেন শৈলকূপার কৃতি সন্তান শেখ মোহাম্মদ সাজ্জাত আলী

এম বাদশা মিয়া ঝিনাইদহ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মোঃ সাজ্জাত আলী স্যারকে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
জানা যায়, শেখ মোঃ সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে তার কর্মজীবন শুরু করেন।তিঁনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। এছাড়া তিঁনি নড়াইল ও লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিঁনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি, খুলনা মহানগর পুলিশের কমিশনার এবং হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে তিঁনি পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম আছে শেখ মোঃ সাজ্জাত আলী । পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে, এর আগে গত সোমবার শেখ মোঃ সাজ্জাত আলী স্যারকে চাকরিতে পুনর্বহাল করেন অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো।তিঁনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।পুলিশ সুপার হিসেবে ১৯৯৭ সালে নড়াইল জেলায়  তিনি ছিলেন। পুলিশ বিভাগ আবার নতুন করে একজন দক্ষ সৎ পেশাদার জনবান্ধব পুলিশ কর্মকর্তাকে বাহিনীতে ফেরত পেল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পুলিশ বাহিনীকে সংস্কার করার জন্য যে সংস্কার কমিশন গঠন করেছেন শেখ মো, সাজ্জাত আলী  একজন অন্যতম সদস্য৷ তিনি, পুলিশ বাহিনীকে অত্যন্ত সুন্দরভাবে সংস্কার করে জাতিকে একটি জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে উপহার দেবেন৷