কটিয়াদী পৌরসভা পরিদর্শন ও কুমারপাড়া রাস্তার শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা পরিদর্শন ও পৌরসভার কুমারপাড়া রাস্তার শুভ উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক ডিসি ফৌজিয়া খান। বৃহঃপতিবার (২১ নভেম্বর ) সকালে তিনি কটিয়াদী পৌরসভা পরিদর্শন ও উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ও
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বৃহঃপতিবার দুপুরে পৌরসভা হলরুমে উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষ করে পৌরসভা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপন করেন।
এসময় কটিয়াদী পৌরসভার আওতাধীন ৪ নং ওয়ার্ডের স্বনির্ভর বাজার হতে দিলীপ খাঁন সাহেবের ফিসারী অভিমুখী কুমারপাড়া আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।

দুপুরে কটিয়াদী পৌরসভার শ্রী শ্রী লক্ষী নারায়ন জিউর আখড়ায় মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

পৌরসভা পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সাফফাদ আরা সাঈদ,কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ ঈশা খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, পৌর সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় ফৌজিয়া খান পৌর ভবনের জরুরি সংস্কার অন্যান্য সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করে।