Md Md

Badsha

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

শৈলকূপায় নিজ দোকান থেকে যুবকের মৃত দেহ উদ্ধার

এম বাদশা মিয়া ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ফাজিলপুর বাজারে এ ঘটনা ঘটে। মানিক হোসেন একই উপজেলা হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।মানিকের বড় ভাই মনিরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দোকানের সাটার বন্ধ।দোকানের সামনে গিয়ে দেখি দোকানে তালা খোলা রয়েছে। সেসময় দোকানের সাটার উঁচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন, মানিক নামের এক যুবকের মরদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।