Md Md Badsha প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪ শৈলকুপায় সাইফুল ইসলাম আলিফ হত্যা বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এম বাদশা মিয়া ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যা বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন বন্ধের দাবিতে শৈলকুপা হাটফাজিলপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন উলামা ঐক্য পরিষদ শুক্রবার নামাজের পর এই আন্দোলন করেন ১০, ১১,ও ১২ নং ইউনিয়নের উলামা ঐক্য পরিষদ। তাদের এই বিক্ষোভ মিছিলে বলেন ইসকন একটি জঙ্গি সংগঠন। আমার ভাই এডভোকেট মোঃ সাইফুল ইসলামের হত্যার দ্রুত বিচার করতে হবে এবং সেই সাথে হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বক্তারা আরও বলেন এই সংগঠনের সাথে যদি কোন সাধারণ হিন্দু জড়িত থাকে তাহলে তাদের গায়ের চামড়া উঠিয়ে নেয়া হবে। এই মিছিলে আরও বলা হয় এটা কোন রামের দেশ নয় এটা মুসলমানের দেশ। এই দেশ ভারতের নরেন্দ্র মুদির দেশ নয়। অতএব ভারতের বিজেপির দালালেরা সবধান।বাংলাদেশর হিন্দু ভাইদের বলতে চাই আপনারা এই ইসকন নামের এই জঙ্গি সংগঠনের প্রতিবাদ করেন। না হলে যদি যদি এই জানতে পারি যে আপনারা এই ইসকনের সাথে জরিত তাহলে আমারা কোন ভাবেই বসে থাকবো না। জুলাই আগষ্টে যেমন ফেসিবাদী সরকার পতন হয়েছে। তেমন করে ইসকনকে এই দেশ থেকে তাড়াতে হবে। তীতুমীর যেমন বাশের লাঠি দিয়ে যুদ্ধ করেছিল তারাও সেই ভাবে যুদ্ধ করতে প্রস্তুত। এই সরকারের কাছে তাদের একটাই দাবি যে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে এবং ইসকন নামের জঙ্গি সংগঠন বন্ধ করতে হবে। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: