আলু পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

 

এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ

দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে আলু, পিঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, র‌্যালি ও জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, নওগাঁ জেলা কমিটি। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মুক্তির মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাবের নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, মহাদেবপুর উপজেলা আহবায়ক কালিপদ সরকার, ছাত্র ফ্রন্ট নেতা মিজানুর রহমান মিজান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ইরিন, নাট্য শিল্পী এম এ হামিদ, ক্যাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দিনার প্রমুখ। বক্তারা দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য সোয়াবিন তেল খোলা বাজারে (ড্রামে করে) বিক্রি বন্ধ ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, টিসিবি কার্ডের সংখ্যা বৃদ্ধিসহ আট দফা দাবীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানা স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
০২.১২.২০২৪, ০১৭১৮৯৯৩২০৪