কাশিয়ানীতে শিক্ষক সমিতির পুর্ণঃগঠিত উপদেষ্টা পরিষদের আত্মঃপ্রকাশ ও সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জুয়েল হাসান

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার পূর্ণঃগঠিত উপদেষ্টা পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে কাশিয়ানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

শিক্ষক সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক চৌধুরীর সঞ্চালনায় পূর্ণাঙ্গা এ উপদেষ্টা পরিষদে নতুন প্রধান উপদেষ্টা হিসাবে মোঃ ইব্রাহিম মুন্সীর নাম ঘোষনা করেন শিক্ষক নেতারা। উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে মোঃ নাসিবুর রহমান মোস্তা, অপূর্ব লাল বিশ্বাদ, মোঃ জামাল হোসেন, মোঃ বিজাউল ইসলাম, মোঃ নাসিরুদ্দিন আহমেদের নামের তালিকা ঘোষনা করা হয়

এ সময়ে সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে। বক্তব্য রাখেন, ইব্রাহিম মুন্সী, মোঃ নাসিরুদ্দিন, সপ্না ভট্টচার্য, লাবনী খানম, শাহিনুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষক সমিতি নেতারা অর্ধশত সহকারী শিক্ষকদের নিয়ে নবাগত উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজানকে ফুল দিয়ে সংর্ধনা জানান।