গাজীপুরে বানিয়ারচালা প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

 

নজরুল ইসলাম,গাজীপুর।

গাজীপুরে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ এর আয়োজন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শিবলু,সুমন মাহমুদ,২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল খান,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ ইমন বাবু।

ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক, উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন,ক্রীড়া পতাকা উত্তোলন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন।

এসময় গাজীপুর জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী দলকে প্রাইজ মানির পুরুষ্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।