গাজীপুর সদর উপজেলা জামায়াতের বার্ষিক প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার শাখার বার্ষিক প্রতিনিধি সম্মেলন এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার পিংগাইল একটি রিসোর্টের এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.আলাউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অঞ্চল টিম সদস্য ও ওলামা সেক্রেটারী এবং মানিকগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার নায়েবে আমীর আব্দুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান এছাড়াও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকালে আটটায় জেলা তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোহাম্মদুল্ল্যাহ দারসুল কুরআনের শৃঙ্খলা বিষয়ে আলোচনা মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
###