তানোরে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

“অর্নৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে ও অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।বৃহস্পতিবার(৫ডিসেম্বর ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)এর আয়োজনে ও তানোর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে কামার গাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু।আরো উপস্থিত ছিলেন উপজেলার ২টি ইউনিয়ন থেকে ৭ জন সুপারভাইজার এবং ৪৫ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংগ্রহন করেন।অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন তানোর উপজেলা উপ সহকারী অফিসার ও শুমারি সমন্বয়কারী মইনুল ইসলাম।এবং আইটি সুপারভাইজার ও উপজেলা উপ সহকারী কৃষি অফিসার আকবর হোসেন ও সুমন মিয়া।এ প্রশিক্ষণ আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মূল অর্থনৈতিক শুমারির কাজ চলবে।তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।