তানোরে দফায় দফায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।রোববার(১৫ ডিসেম্বর)বিকাল সাড়ে ৪টায় তানোর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় প্রথম দফায় এবং পরে মুন্ডুমালা গোলচত্বরে দ্বিতীয় দফায় এ ঘটনা ঘটে।দলীয় সূত্রে জানাগেছে, বিকেলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে তানোর সদরে পথসভা করতে যান রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং গোদাগাড়ী উপজেলার বিএনপির সদস্য শিল্পপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ তারেক।তবে তানোর উপজেলা বিএনপি, তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌর বিএনপিকে বিষয়টি তিনি অবগত করেননি।এদিন২০-২৫টি মাইক্রোবাস(হাইস) গাড়িবহর নিয়ে বহিরাগত ও গুটিকয়েক স্থানীয় নেতাদের সঙ্গে তিনি এ পথসভা করতে যান।এ সময় তানোর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় প্রথম দফায় এবং পরে মুন্ডুমালা গোলচত্বরে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।তানোরে তারেকের গাড়িবহর পৌঁছালে,ওই আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দিন ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ বর্তমান উপজেলা ও দুই পৌরবিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এই পরিস্থিতি ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়।স্থানীয়রা জানান,পরে পথসভা করতে না পেরে শিল্পপতি সুলতান মাহমুদ তারেক ও তার অনুসারীরা রাজশাহী শহরে ফিরে যান।সুলতান মাহমুদ তারেক বলেন,উদ্দেশ্য মূলক ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। বিষয়টি আমি হাইকমান্ডকে জানাবো।এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: