তানোরে পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ক্যান্সার রোগে আক্রান্ত জুথি খাতুন আহত, থানায় অভিযোগ! ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল। রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের ৫ং ওয়ার্ড লালপুর গ্রামের উত্তর পাড়ায়, (লালপুর মৌজার) জেল নং-১৫০, খতিয়ান নং- আর.এস. ৩০২, দাগ নং-আর.এস ৪১৭, পরিমান ১২-শতাংশ” পুকুরে” মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারধোর এর ঘটনা ঘটেছে। জানা গেছে গত ২৩- ডিসেম্বর বেলা আনুমানিক ২-০০ মিনিটের সময় তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের উত্তর পাড়ার মজিদ মন্ডলের ছেলে, শাফিল ইসলাম (৪৫) ও গত দুই বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত তার নাবালিকা মেয়ে, জুথি খাতুন (১৫) কে নির্মমভাবে মারধোর করেছে, একোই গ্রামের, মৃত খিদির বক্সের ছেলে, আক্কাস আলী (৬০) আমজাদ আলী (৪৫) মর্তুজা আলী (৪৯) রাব্বানী (৩৮) মন্টু আলী (৩৬) ও মুর্তজার ছেলে, সবুজ মন্ডল (২৫), আজাদ আলীর ছেলে, মেহেদী হাসান (২০), মুর্তজার স্ত্রী মালেকজান (৩৬), আক্কাস আলীর স্ত্রী, পারভিন বিবি (৫০)। এসময় সাফিউলের মেয়ে (ক্যান্সার রোগে আক্রান্ত) জুথি খাতুন (১৫), গত দুই বছর ধরে (ইন্ডিয়াতে) চিকিৎসা গ্রহণ করছেন। অসুস্থ নাবালিকা জুথি খাতুন (১৫) কে, মৃত খিদির বক্সের ছেলে মন্টু আলী ও আজাদ আলীর ছেলে, মেহেদী হাসান (২০) বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর যখম ও আহত করে। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর, লিখিত অভিযোগ করেন আহত জুথি খাতুন এর বাবা শাফিল ইসলাম। তানোর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন; অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: