তানোরে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন ও যৌনহয়রানি রোধে অগ্নিপ্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং শেয়ারিং কর্মশালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(৫ডিসেম্বর)দুপুরেউপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা হয়।ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে।সভায় অগ্নি প্রকল্পের কর্মকর্তা মিতা রানী সরকারের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খায়রুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান প্রমুখ।সভায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী সার্ভিস ম্যাপিংয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।তিনি জানান,এ প্রকল্প স্থানীয় সরকার,জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা,গণ পরিবহন,ডিজিটাল প্লাটফরম,স্থানীয় কমিউনি টিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে তানোর উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গণসচেতনতা তৈরি করছে ।এছাড়া রিপোর্টিং ও প্রতিকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে এ প্রকল্প কাজ করছে বলেও জানান তিনিএসময় (ইউএনও)খাইরুল ইসলাম বলেন,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে।তারা আমাদেরই সমাজের অংশ।প্রত্যেকটা মানুষের এলাকার প্রতি দায় বদ্ধতা আছে।সবাই মিলেমিশে যেন ভালো থাকতে পারাটা গর্বের বিষয়।যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে।এটা আমাদের কর্তব্য এবং অধিকার।অন্যায়ে র বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।শিক্ষার্থীরা যেন কোন সমস্যায় শিক্ষক ও অভিভাবকদের সাথে শেয়ার করলে তা নিরসন করা সহজ হবে।এ সময়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.ওয়াজেদ আলী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন,নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা ছাড়াও ব্র্যাক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ,গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।