তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪ সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন,প্রেসক্লাব বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে এবং ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।মহান বিজয় দিবসের কর্মসূচিতে আরো ছিল,সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা ভবনসহ সরকারি,আধা-সরকারী অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।এদিন উপজেলা পরিষদ হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় মেলার আয়োজন করা হয়।বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খাইরুল ইসলাম।পৃথক অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)খাইরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মাসতুরা আমিনা,তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আব্দুল অহাব শেখ,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান,উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা ফজলুর রহমান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,মৎস্য কর্মকতা বাবুল হোসেন,প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, আনসার ভিডিপি অফিসার মুস্তাকিমা সহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি,এবং সরকারী ও বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যাক্তীবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক বৃন্দু। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: