তানোরে ১২৭টি চার্চে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী তানোর উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন-২০২৪ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।উপজেলার ১২৭টি চার্চে পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।এসব কর্ম সূচির মধ্যে প্রার্থনা অনুষ্ঠান,আলোচনা সভা এবং অতিথি আপ্যায়ন ছিল উল্লেখযোগ্য।বুধবার(২৫ডিসেম্বর)মুন্ডুমালা খ্রিস্ট রাজার গির্জায়(ক্যাথলিক চার্চ)আয়োজিত প্রধান অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করেন।কামেল মার্ডির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)খাইরুল ইসলাম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন,তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন তানোর উপজেলা শাখার সভাপতি ভক্ত বাবা চাঁপাইনবাবগঞ্জ।সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার বানার্ড টুডু,কামার গাঁ মালশিরা ক্যাথলিক গির্জার দেবেন মুর্মু এবং উড়াও সম্প্রদায়ের প্রতিনিধি দানিয়্যাল দিলিপ তিগ্যা বড়দিনের উদযাপনে বিশেষ ভূমিকা রাখেন।হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মুকুল ঘোস জানান,সরকারি সহযোগিতার মাধ্যমে এ বছর বড়দিন উদযাপন আরও সফল হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান বলেন,খ্রিস্টান ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নিরাপদে, নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।তিনি আশা প্রকাশ করে বলেন, শুভ বড়দিন নিরাপদে সুন্দরভাবে পালিত হবে।তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উপজেলার বিভিন্ন চার্চে স্থানীয় ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়, যা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। Post Views: 1 SHARES সারা বাংলা বিষয়: