নগরকান্দায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা দিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

 

আরিফুজ্জামান হিমন
ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে নগরকান্দার “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব” নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ক্যাম্পেইনে দেশের দূর দুরান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে বিশ টি বুথে প্রায় পনের শত অসুস্থ জনসাধারণের মাঝে  চিকিৎসা সেবা প্রদান করেন। এতে সন্তোষ প্রকাশ করেছে উপকার ভোগীরা।

 

এছাড়াও ফ্রি চিকিৎসার পাশাপাশি ১০ শতাংশ হত দরিদ্র আগত রোগীদের মাঝে বিনামুল্যে ওষুধ সরবরাহ করে ওনার্স ক্লাবের পাশে দাঁড়িয়েছে দেশের বেশ কয়েকটি ফার্মাসিস্ট কোম্পানির কর্তৃপক্ষ।

উল্লেখ্য একশতের অধিক সদস্য নিয়ে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ২০২০ সালে করোনা মহামারিতে উল্লেখযোগ্য ভুমিকার  মাধ্যমে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বেশ সুনাম অর্জন করেছে বলে জানিয়েছে সংগঠনটির নীতিনির্ধারকেরা।

এসময় সংগঠনটির সভাপতি প্রফেসর ওসমান মোল্লা, সাধারণ সম্পাদক প্রফেসর গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।