বদল গাছীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানব বন্ধন। 

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

 

আবু রায়হান লিটন স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর বদল গাছীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বদল গাছী সরকারি মহাবিদ্যালয়

কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে মানব বন্ধনে বক্তব্য রাখেন আহসানুল হক মোস্তাকিন,সদস্য সচিব, সরকারি কলেজ শাখা, বদল গাছী, নওগাঁ।

গত ফাঁসিস সরকারের আমলে যে সকল ছাত্র দল নেতা কর্মী, বিভিন্ন দলের নেতা কর্মী, সাধারণ জনগণ হত্যার স্বীকার, গুমের স্বীকার হয়েছে তাদের বিচার করতে হবে। এখনো যাঁরা এই বাংলার মাটিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। যাঁরা তাদের হারানো স্বজনকে এখনো ফিরে পাননি তাদের স্বজনদের সন্ধান দেওয়া হোক। আজ এই বিশ্ব মানবাধিকার দিবসে এটাই আমাদের দাবি। এভাবেই বক্তব্য রাখছিলেন মানব বন্ধনে অংশগ্রহণের বক্তা গন।

অন্যান উল্লেখযোগ্য ছাত্র দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দল সদস্য আসাদুজ্জামান ভুট্টু,সদস্য সাজু হোসেন, যুগ্ম আহবায়ক-হাফিজ, সদস্য সোয়ায়েব হোসেন সহ কলেজ ছাত্র দলের অন্যান নেতা কর্মী বৃন্দ।